বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অভিযানে ৩ হাজার ৫শত ৫০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তবে পালিয়ে গেছে ঐ যুবকের সহযোগী মোঃ শহীদ প্যাদা (৪৫)। বৃহস্পতিবার ৪ মে সকালে গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। আটককৃত মোঃ মিন্টু হাওলাদার বরিশালের বাবুগঞ্জ উপজেলার বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের চর উত্তর ভূতেরদিয়া এলাকার নূর আলম হাওলাদারের ছেলে। আর পলাতক শহীদ প্যাদা একই এলাকার কাদের প্যাদার ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল-ঢাকা মহাসড়ক সংলগ্ন টরকী বাসস্ট্যান্ডের পূর্ব পাশে অভিযান চালানো হয়। অভিযানে মিন্টু হাওলাদারকে আটকের পাশাপাশি ৩ হাজার ৫শত ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। তবে ঐ যুবকের সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়। এ ঘটনায় উভয়ের নামে গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
Leave a Reply