1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
বরিশালের উন্নয়ন অব্যাহত রাখতে চাই- বিভাগীয় কমিশনার - দৈনিক আমার সময়

বরিশালের উন্নয়ন অব্যাহত রাখতে চাই- বিভাগীয় কমিশনার

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩

সকলের সহযোগিতা নিয়ে ঐক্যবদ্ধভাবে বরিশালের উন্নয়ন অব্যাহত রাখতে চাই। বরিশাল শহরটা যাতে সুন্দর থাকে সেই চেষ্টা অব্যাহত থাকবে। অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টির জন্য শিল্প, কল-কারখানা স্থাপন জরুরি। শিল্পপতিরা এই কাজে এগিয়ে আসবেন বলে আশা রাখি। বরিশালের নবনিয়োগ পাওয়া বিভাগীয় কমিশনার মোঃ শওকত আলী সোমবার সকালে তাঁর সম্মেলন কক্ষে সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন। তিনি আরো বলেন, পদ্মাসেতু নির্মাণের ফলে বরিশাল অঞ্চলের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র ও পায়রা সমুদ্রবন্দর বরিশাল অঞ্চলকে সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে গড়ে উঠতে সহযোগিতা করবে। সভায় বরিশালের সুশীল সমাজ, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংবাদিকসহ অন্যান্য পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com