1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
বরগুনায় বাড়ছে ইলিশ আমদানির পরিমাণ - দৈনিক আমার সময়

বরগুনায় বাড়ছে ইলিশ আমদানির পরিমাণ

আমার সময় অনলাইন
    প্রকাশিত : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

বরগুনায় ইলিশের আমদানি বেড়েছে। জেলার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের (বিএফডিসি) বিপনন বিভাগ জানিয়েছে, বুধবার থেকে শুক্রবার পর্যন্ত গত তিনদিনে সাড়ে ৩টন ইলিশ এসেছে। এরমধ্যে শুধুমাত্র বৃহস্পতিবার ইলিশের আমদানি ছিলো দেড় টন।
জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরি জানান, গতবছরের তুলনায় এখনো ইলিশ কম হলেও ক্রমশঃ মাছের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার কেজি সাইজের ইলিশের মণপ্রতি পাইকারি দর ছিলো ৭০ হাজার টাকা।
স্থানীয় ক্রেতাদের সঙ্গে আলাপকালে তারা জানান, সাগরের ইলিশের চেয়ে পায়রা, বিষখালি ও বলেশ্বর নদীর ইলিশের স্বাদ অনেক বেশি। জেলায় সাগর থেকে ধরা (১ কেজি ওজনের) ইলিশের কেজি প্রতি দর চলছে ১২শ টাকা, অন্যদিকে নদীর ইলিশের দাম কেজি প্রতি ১৫ টাকা। ক্রেতাদের অভিযোগ গত কয়েক বছরের তুলনায় দামটা খুবই বেশি।
জেলা মৎস্য বিভাগের সিনিয়র কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, এখনো মৌসুমের অনেকটাই বাকি। পর্যাপ্ত ইলিশ ধরা পড়ার আশা ব্যক্ত করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com