নাটোর বড়াইগ্রামের বনপাড়া বাইবাসে সামাজিক নিরাপত্তা ও সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, বৃহস্পতিবার দুপুরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।নাটোর সদর সার্কেল মিলি আক্তারের সঞ্চালনায় নাটোর পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন এর সভাপতিত্বে, মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি মোঃ আলমগীর রহমান।বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস , উপজেলা সহকারি কমিশনার ভূমি আশরাফুল ইসলাম,বড়াইগ্রাম সার্কেল শরিফ আল রাজীব,বড়াইগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফিউল আযম খান , ওসি তদন্ত সরল মুরমু , বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম, নাটোর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল হাকিম , বড়াইগ্রাম উপজেলা জামাতের নায়েবে আমির আবু বক্কর সিদ্দিক , বড়াইগ্রাম উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আব্দুল কাদের, বনপাড়া পৌর বিএনপির আহবায়ক প্রভাষক লুৎফর রহমান , বনপাড়া পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক এবিএম ইকবাল হোসেন রাজু স্থানীয় বিএনপির ও জামাত নেতৃবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ সুধীজন উপস্থিত ছিলেন।
এসময় ডিআইজি পুলিশকে সহযোগিতা করার জন্য নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতি আহব্বান করে জানান অন্যকে আইন মানানোর চেয়ে, নিজেকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে তবেই সমাজে অন্যায় অবিচার দূর করা সম্ভব হবে।
Leave a Reply