1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
ফেনীতে ১৩ গুণীজনকে সংবর্ধনা  - দৈনিক আমার সময়

ফেনীতে ১৩ গুণীজনকে সংবর্ধনা 

নাজিম উদ্দিন চৌধুরী, স্টাফ রিপোর্টার,ফেনী
    প্রকাশিত : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
ফেনীতে ১৩ গুণী জনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে ফেনী জেলা পরিষদ সেলিম আল দীন মিলনায়তনে ডিএইচএমএস ডক্টর্স এসোসিয়েশনে চট্টগ্রাম বিভাগী প্রতিনিধি সন্মেলন, বিজ্ঞান সেমিনার ও  গুণীজন সংবর্ধনায় ১৩ ব্যাক্তিকে এ সম্মাননা প্রদান করা হয়।
ডিডিএ ডক্টর্স এসোসিয়েশন ফেনী জেলা কমিটির আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি অধ্যক্ষ ডা. সাইফুল ইসলামের  সভাপতিত্বে, ফেনী জেলা কমিটির সহ সভাপতি ডা. প্রান রঞ্জন কুরির সঞ্চালনায় কনিক ডিজিজের উপর মুল প্রবন্ধ উপস্থাপন করেন, অধ্যক্ষ এম জাহাঙ্গীর পিএইচডি, স্বাগত বক্তব্য রাখেন ফেনী জেলা কমিটির সভাপতি ডা. শহীদুল হক।
প্রথম অধিবেশনে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন,ডক্টর্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা.আ ন ম বদরউদ্দিন। প্রধান আলোচক ছিলেন, কেন্দ্রীয় কমিটির মহা সচিব ডা. মো: ফারুক আহমদ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ডা. মো. তোফাজ্জল হোসেন খান,ডা. নজরুল ইসলাম সুমন,যুগ্ম মহা সচিব ডা. সৈয়দ সাইদুর রহমান কামাল,ডা. জামাল উদ্দিন, যুগ্ম দপ্তর সম্পাদক ডা. এম এস সিকদার,ভোলা জেলা কমিটির সাধারণ সম্পাদক ডা. নুরুল হক,বিশিষ্ট ম্যানুফেকচারার ডা. আতাহার আলী।
২য় অধিবেশনে বিজ্ঞান সেমিনারে নোয়াখালী শাখার সভাপতি অধ্যক্ষ ডা. বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে সম্মাননা তুলে দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. আ ন ম বদরউদ্দিন। সংবর্ধিত অতিথিরা হচ্ছে। ডিএইচ এম এস ডক্টার্স এসোসিয়েশন  চাঁদপুর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ ডা. মোজাম্মেল হক পাটোয়ারী, কক্সবাজার জেলা কমিটির উপদেষ্টা ডা. মোহাম্মদ আলম,চট্টগ্রাম বিভাগের সভাপতি ডা. সেখ সাবির উদ্দিন আহমদ, উপদেষ্টা ডা. কাজী মোহাম্মদ আবুল খায়ের, নোয়াখালী এম রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. বেলায়েত হোসেন,  কক্সবাজারের প্রবীণ হোমিওপ্যাথি  ডা. মো. আবু সাঈদ, লোহাগড়ার প্রবীণ হোমিওপ্যাথিকডা. আবদু রহমান, বিশিষ্ট  হোমিও লেখক ডা. মো: ইলিয়াছ, মরোনত্তর ডা. মোস্তফা হাসান। ফেনী জেলা কমিটির সভাপতি সহকারী অধ্যাপক ডা. শহীদুল হক , সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ডা. আশুতোষ নাথ।
গুণীজন সংবর্ধনায় অনুষ্ঠানে হোমিওপ্যাথিক চিকিৎসকায় অসামান্য অবদান রাখায় চট্টগ্রাম বিভাগের ১৩  জন গুণী ব্যাক্তিকে সম্মাননা প্রদান করা হয়। উক্ত সেমিনারে চট্টগ্রাম বিভাগের প্রায় ২ শতাদিক হোমিওপ্যাথিক চিকিৎসক উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. আ ন  ম বদরউদ্দিন  বলেন বর্তমান আধুনিক চিকিৎসার যুগে দিনদিন সাধারণ মানুষ হোমিওপ্যাথি চিকিৎসা নিতে আগ্রহী হচ্ছে। এ চিকিৎসায় কোন ধরনের পাশ্বপতিক্রিয়া না থাকায় সহজে চিকিৎসা সেবা প্রদান করা যাচ্ছে এতে বিশেষজ্ঞ হোমিও চিকিৎসক গন মনযোগী হয়ে ঔষধ নির্বাচন ও প্রয়োগ করলে রোগী দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে এবং একজন রোগী সুস্থ হয়ে উঠতে পারলেই পরবর্তীতে অন্য রোগীরা হোমিওপ্যাথি চিকিৎসায় আগ্রহী হয়ে উঠবে। আমাদের চিকিৎসকদের মনে রাখতে হবে ভালো করে চিকিৎসা দিতে হলে নিজেদেরকে ভালো করে শিখতে হবে এজন্য রির্চাস করতে হবে বেশি বেশি করে পড়াশোনা করতে হবে রোগীর রোগ নির্ণয় শ্রম দিতে হবে অনেক সময় নিয়ে রোগীর সাথে সাক্ষাত নিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com