1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ফেনীতে বিয়ের তিনমাসের মাথায় ঝরে গেল নববধূ প্রাণ - দৈনিক আমার সময়

ফেনীতে বিয়ের তিনমাসের মাথায় ঝরে গেল নববধূ প্রাণ

ফেনী প্রতিনিধি
    প্রকাশিত : মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
ফেনীতে বিয়ের মাত্র ৩ মাসের মাথায় স্বামী-শাশুড়ির নির্যাতনে সুলতানা আক্তার খুকুমনি নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনায় গৃহবধূর মা জাহেদা বেগম বাদী হয়ে ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ এজহারভুক্ত আসামি শাশুড়ি আমেনা বেগমকে গ্রেফতার করে।নিহত গৃহবধূ খুকুমনি ফেনী সদর উজেলার ধর্মপুর ইউনিয়নের পদুয়া গ্রামের জাফর আহমেদের মেয়ে।
সূত্র মতে, তিন মাস আগে একই উপজেলার শর্শদি ইউনিয়নের জেরকাছাড় গ্রামের আবুল কাশেমের ছেলে মোবারক হোসেনের সঙ্গে তার বিয়ে হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে খুকুমনিকে যৌতুকের জন্য নানাভাবে চাপ দিতে থাকে। খুকুর দরিদ্র পরিবার যৌতুকের টাকা জোগাড় করে দিতে না পারায় প্রায়ই খুকুমনিকে নির্যাতন করতো স্বামী ও তার পরিবারের সদস্যরা। এক পর্যায়ে খুকুমনি অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ফেনী জেনারেল হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে খুকু মনি মারা যায়।
পুলিশ জানায়, এ ঘটনায় খুকুমনির মা জাহেদা বেগম বাদী হয়ে স্বামী মোবারক হোসেন, শাশুড়ি আমেনা খাতুন ও ননদ রুনা আক্তারের নামে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ শর্শদী ইউনিয়নের জের কাছাড় থেকে শাশুড়ি আমেন খাতুনকে গ্রেফতার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক শফিকুর রহমান জানান, গৃহবধূর মৃত্যুর ঘটনায় ফেনী মডেল থানায় ৩ জনের নামে মামলা রেকর্ড করা হয়েছে। এজহারভুক্ত আসামি আমেনা খাতুনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com