ফেনী মডেল থানা পুলিশ ১১৫ বোতল বিদেশি মদসহ একজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (১২ নভেম্বর) রাতে ফেনী সদর উপজেলার কাশিমপুর নুরুল্লা রাস্তার মাথায় পুলিশের টিম মাদকসহ হাতেনাতে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীর নাম সাহেদুল ইসলাম (২৭)।
ফেনী মডেল থানায় ওসি মর্ম সিংহ ত্রিপুরা জানান, ১১৫ বোতল বিদেশি মদের আনুমানিক মূল্য প্রায় দুই লাখ চল্লিশ হাজার টাকা।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের দক্ষিণ কাশিমপুর নুরুল্লাহ রাস্তার মাথার ফল বেপারী ইয়াকুবের বাড়িতে আসামি সাহেদুল ইসলাম (২৭)-এর বসতঘরে তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে ১১৫ বোতল বিদেশি মদ উদ্ধার করেন।
এসময়ে একজন আসামি পালিয়ে যায়। পলাতক আসামি আব্দুল করিম প্রকাশ ভাসানী, আনন্দপুর খিলপাড়া ফুলগাজী থানার বাসিন্দাকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
মাদক উদ্ধারের নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক আশ্রাফুল মুন্না ও এসআই মো. অলি আহাদ।
এদিকে বুধবার সকালে ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান ফেনী মডেল থানা পরিদর্শক করেন।
Leave a Reply