ফেনীতে চাঁদাবাজিকে ইস্যু করে হোটেল মালিক,কর্মচারদীদের ওপর হামলা ও হোটেল ভাংচুর হওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতে শহরের শহীদুল্লা কায়সার সড়কে এই ঘটনা ঘটে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করিয়েছেন।
এদের মধ্যে শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে ফেনী পৌর ১৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি সফি উল্লাহ শুভকে ঢাকা ট্রমা সেন্টারে ও পারভেজকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
আহত ছাত্রলীগ নেতা সফি উল্লাহ শুভ-সহ আহতরা জানান, এই হামলার জন্য চাঁদাবাজি মামলায় সদ্য গ্রেফতারকৃত পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিটুর অনুসারী লোকজন হতে পারে বলে দায়ী করেছেন।
পুলিশ জানায়, হামলায় আহত সফি উল্লাহ শুভ জানান, সন্ধ্যার দিকে পাঠানবাড়ী রাস্তার মাথা সংলগ্ন ধানসিঁড়ি রেঁস্তোরায় বসা ছিলেন। এ সময় তার মামা আবদুল ওয়াদুদ শিপন ও বন্ধু শিপন সঙ্গে ছিলেন। রাত আটটার দিকে হঠাৎ নাহিয়ান, সুজন, সাব্বির ও কবিরসহ পিটুর লোকজন অতর্কিত হামলা চালায়। তাদের উপুর্যুপুরি ছুরিকাঘাতে তার মাথা, পায়ে ও ডান হাত গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে হামলাকারীরা রেস্টুরেন্টে ব্যাপক ভাংচুর করে।
১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আমির হোসেন বাহার জানান, ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা নিন্দনীয়। হামলাকারীরা বহিরাগত বলে আমি শুনেছি।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় ধানসিঁড়ি রেস্তোরায় ফেনী পৌরসভার ১৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি শুভ, ধানঁসিড়ি দোকানের মালিক শিপন পারভেজ ও যুবলীগের সাগর রেস্টুরেন্টে গল্প করছিলেন। এ সময় তাদের উপর মুখোশধারী একদল সন্ত্রাসী হামলা চালায়৷ সন্ত্রাসীরা শুভ, শিপন ও মোস্তফাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। শুভকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও অপর দুজনকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷ বাকীরা ফেনী ২৫০ শয্যা জেলারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন৷
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) থোয়াই অং ফ্রু মারমা জানান, ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজসহ আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনায় জড়িতদের খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply