প্রাথমিক শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হয়েছেন সদরের ইউএনও মোহাম্মদ শফিকুল ইসলাম।সোমবার (২৫ সেপ্টেম্বর/২৩) জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.শহীদুল ইসলাম জেলা পর্যায়ে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তাকে এ পদকে ভূষিত করেন।সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইউএনও মোহাম্মদ শফিকুল ইসলাম ময়মনসিংহ সদর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ, প্রাথমিক শিশুদের ঝরে পড়ার হার কমানোর ক্ষেত্রে বিশেষ অবদান রাখেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আসলে সবাই মিলে দলগতভাবে আমরা কাজ করেছি। যে কোন স্বীকৃতি অবশ্যই কাজের গতি বৃদ্ধি করে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ভিশন বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। এটি আমার নৈতিক দায়িত্ব। আগামীতেও সবাইকে সাথে নিয়ে কাজ করে যাব। উল্লেখ্য, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর প্রাথমিকে কার্যকর মা সমাবেশ করা, টিফিন বক্স ,স্কুল ব্যাগ, স্কুল বেঞ্চ ও স্কুল ইউনিফর্ম বিতরণ, বিভিন্ন বিদ্যালয়ের জমি জটিলতা নিরসন,ঝড়েপড়া রোধ, বিদ্যালয় মনিটরিংসহ শিক্ষাক্ষেত্রে বিভিন্ন অবদান রেখেছেন।এছাড়াও ধারাবাহিকভাবে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন, বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেই ক্লাস নিতেন ইউএনও মোহাম্মদ শফিকুল ইসলাম। এতে শিক্ষার্থীরা পড়ালেখায় প্রাণ ফিরে পেত। শফিকুল ইসলাম জেলায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হওয়ায় ময়মনসিংহের সর্বস্তরের মানুষ উচ্ছাস প্রকাশ করেছেন। এদিকে, জেলায় শ্রেষ্ঠ ইউএনও হওয়ায় শফিকুল ইসলামকে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অভিনন্দন ও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে।
Leave a Reply