সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড ও মেগা প্রকল্প বাস্তবায়নের খবর আপনাদের লিখনির মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দিন। খাল বিলকে দখল ও দুষণ থেকে মুক্ত রাখুন। যাতে বৃষ্টি ও পাহাড়ী ঢলের পানি অনায়াসে নিষ্কাশন হতে পারে। বন্যার সৃষ্টি হলে পেকুয়াবাসির দুর্ভোগ বেড়ে যায়। কক্সবাজার জেলা প্রেসক্লাব কর্তৃক অনুমোদিত পেকুয়া উপজেলা প্রেসক্লাবের অফিস উদ্বোধনীকালে অনুষ্ঠানে বিকেলে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা এসব কথা বলেন।
পেকুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুল ইসলামের সভাপতিত্বে ও সুমনের সঞ্চালনায় অনুষ্টিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের আজীবন সদস্য জাহাঙ্গীর আলম, জেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী, সহ-সভাপতি ফরিদুল আলম শাহীন, সাধারণ সম্পাদক এইচএম এরশাদ, সাংগঠনিক সম্পাদক তৌহিদ বেলাল, অর্থ সম্পাদক জাহেদ হোসেনসহ পেকুয়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, শিক্ষক ও রাজনৈতিক নেতারা।
এর আগে ইউএনও পূর্বিতা চাকমা ফিতা কেটে পেকুয়া উপজেলা প্রেসক্লাবের অফিস উদ্বোধন করেন।
Leave a Reply