1. : admin :
পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি, পুলিশ সুপার : মাহাফুজুল ইসলাম - দৈনিক আমার সময়

পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি, পুলিশ সুপার : মাহাফুজুল ইসলাম

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
*কক্সবাজারে কমিউনিটি পুলিশিং ডে পালন করলো সদর মডেল থানা
পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজার সদর মডেল থানা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকালে কক্সবাজার সদর মডেল থানার প্রাঙ্গনে বেলুন উড়িয়ে এ দিবসটি উদ্বোধন করেন কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।
এরপর এক বর্ণাঢ্য র‌্যালি মডেল থানা চত্বর থেকে বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা কম্পাউন্ডে এসে মিলিত হয়। পরে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুজ্জামান এর সভাপতিত্বে এবং ওসি অপারেশন মো. শাকিল এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় বক্তারা বলেন, পুলিশের কাজে সহযোগিতা ও অপরাধ সচেতনতা তৈরীতে বাল্য বিবাহ, মোবাইলের অপব্যাবহার, সামাজিক মূল্যবোধ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বক্তব্য রাখেন।
 সভায় মিজানুর রহমানকে সভাপতি ও ওয়াহিদ মুরাদ সুমনকে সাধারণ সম্পাদক করে পৌর কমিউনিটি পুলিশিংয়ের কমিটি ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান,কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোঃ রেজাউর রহমান, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মুজিবুর রহমান, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি এডভোকেট রেজাউল রহমান রেজা, সাধারণ সম্পাদক মো. রিয়াদ,  খুরুশকুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. রফিক উদ্দীন, খুরুশকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজান ছিদ্দিকী, চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, পুলিশের সদস্য বৃন্দ অন্যান্য জনপ্রতিনিধি বৃন্দ  সুধিজনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com