পিরোজপুর জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল মৃত ও শহীদ নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলা জিয়ামঞ্চের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সালেহ আহমেদ কাঞ্চন। পিরোজপুর জেলা জিয়ামঞ্চের আহবায়ক আরিফুর রহমান রুবেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আক্তারুজ্জামান শেখ রাহাত, জিয়ামঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রিপন। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জিয়ামঞ্চের সদস্য সচিব আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ শেখ, বাহাদুর মল্লিক, শেখ নান্না, মাইনুল ইসলাম মামুন, নুরুল হক, মাসুদ রানা সিকদার, ইরান সিকদার, আবুল কালাম আউয়াল, সদস্য মাহাবুব শেখ প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা ওলামা দলের আহবায়ক মিজানুর রহমান।
Leave a Reply