1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে জেলা যুবলীগের খাদ্য সামগ্রী বিতরণ - দৈনিক আমার সময়

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে জেলা যুবলীগের খাদ্য সামগ্রী বিতরণ

শুভ বসাক, ময়মনসিংহ
    প্রকাশিত : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
পবিত্র মাহে রমজান মাসে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে
সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ময়মনসিংহ জেলা যুবলীগ। রবিবার বিকেলে নগরীর টাউন হলে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এইচ এম ফারুকের সভাপতিত্বে ও আকরামুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ এহ্তেশামুল আলম।এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সদর উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মোঃ রাসেদুজ্জামান রোমান,সাবেক যুগ্ন আহ্বায়ক ইমরান জামান বাবু,সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল আল মামুন। আলোচনা শেষে প্রায় দুই শতাধিক পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী উপহার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এইচ. এম. ফারুক বলেন,পবিত্র মাহে রমজান উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার আপা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মোঃ আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের নির্দেশনায় সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে আমরা এ খাদ্য সামগ্রী বিতরণ করছি। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগ ও সদর উপজেলা যুবলীগের সাবেক নেতৃবৃন্দসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com