পাবনা টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজের ১২ তম ব্যাচের বিদায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে পাবনা টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজ মাঠ প্রাঙ্গণে কলেজের সহকারী অধ্যক্ষ প্রকৌশলী শেখ কামালের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আলহাজ্ব মোঃ কামিল হোসেন দপ্তর সম্পাদক মুস্তাফিজুর রহমান সুইট জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মিজানুর রহমান সবুজসহ আরও অনেকে। সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ৩ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শান্তির পায়রা উড়িয়ে বিদায় সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হওয়ার পর আলোচনা সভায় উপস্থিত আমন্ত্রিত সুধীবৃন্দ জানায় পাবনা টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজের ১২ তম ব্যাচের বিদায়ী ১০৫ জনের মধ্যে ৫৫ জনেরই ইতিমধ্যে কোর্স সম্পন্ন হওয়ার৷ পূর্বেই দক্ষতা ও মেধা ক্রমানুসারে তাদের ভাল কর্মসংস্থান সুনিশ্চিত হয়েছে। ২০০৭ সালে ৪ বছর মেয়াদি বি.এস.সি ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষার্থীরা শহর কেন্দ্রীক ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশে শিক্ষা গ্রহন করা দুর দুরান্ত থেকে আগত শিক্ষাথীদর পাবনা প্রীতি” বিষয়টি অনুষ্ঠানে উপস্থিত সকলকে অনেক উচ্ছ্বসিত করে। ১৯১৫ সালে ব্রিটিশ ভারতের প্রকৌশলীর চাহিদা মেটাতে সরকারি বুনন স্কুল নামে পাবনা শালগাড়িয়া মেরিল বাইপাস মহাসড়কের পাশে প্রথম গড়ে উঠে ছিল এই শিক্ষা প্রতিষ্ঠানটি।
Leave a Reply