পাবনায় শশুর বাড়ি বেড়াতে গিয়ে বিষপানে জামাইয়ের মৃতু্ ঘটনাকে পরিকল্পিত হত্যা দাবী করেছে নিহতের নিকট আত্মীয় স্বজনরা।বিষপানে নিহত জামাই ফারুক পাবনা সদর উপজেলা দাপুনিয়া ইউনিয়ন ইসলামগাতি গ্রামের হাসু প্রামানিকের ছেলে।গতকাল ১৬ সেপ্টেম্বর শনিবার বিকালে ফারুকের শশুরবাড়ি পাশ্ববর্তী মালিগাছা ইউনিয়নের টিকরী গ্রামে বিবাহিত স্ত্রী সন্তানকে তিনি নিজ বাড়ি ফিরিয়ে আনতে গিয়ে এই ঘটনার স্বীকার হন বলে জানায় বিষপানে নিহত ফারুকের পিতা হাসু প্রাঃ। নিহত ফারুকের মামা রমজান আলি জানায় নিহত ফারুকের সাথে তার স্ত্রী শারমিনের দীর্ঘদিন দাম্পত্য কলহ চলছিল।ফারুকের শশুর বাড়ি লোকজন ষড়যন্ত্র মুলক এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে অভিযোগ করে নিহতের আত্মীয় স্বজনরা।তারা আরও জানায় নিহতের স্ত্রী শারমিন ৬ মাস আগে বাপের বাড়ি চলে যায়। বিভিন্ন শালিস দরবার মিমাংসা পরও সন্তানসহ তাকে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছিল না। নিহতের স্ত্রী শারমিন বলেন তার স্বামী বিষপান করে শশুর বাড়ি এসে তার সাথে কথা বলার সময় তার মুখ দিয়ে বিষের গন্ধ বের হওয়ার পর বিষয়টি জানাজানি হলে দ্রুত তাকে চিকিৎসা জন্য হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়।এদিকে বিষপান নিহত ফারুকের পিতা হাসু প্রাঃ অভিযোগ করেন তার ছেলেকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। দ্রুত তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানায়। এব্যাপারে পাবনা সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয় বলে জানান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কৃপা সিন্ধু বালা।
Leave a Reply