পুলিশ-জনতা ঐক্য করি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্য নিয়ে পাবনায় কমিউনিটি পুলিশ ডে- ২০২৩ উদযাপিত হয়েছে। দিবসের কর্মসূচি হিসাবে ৪ নভেম্বর শনিবার সকালে অনুষ্ঠিত র্যালি পাবনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবনা জেলা পুলিশ লাইন অডিটোরিয়াম গিয়ে মিলিত হয়। পুলিশ সুপার পাবনার আকবর আলী মুনসী সভাপতিত্বে পাবনা পুলিশ লাইন মিলনায়তনে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশ ডে- ২০২৩ সুধীসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য খন্দকার গোলাম ফারুক প্রিন্স। বিশেষ অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পাবনার মুঃ আসাদুজ্জামান জেলা আওয়ামী লীগ সভাপতি রেজাউল রহিম লাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আসম আবদুর রহিম পাকন পাবনা সংবাদ পত্র প্রকাশনা পরিষদের সভাপতি প্রবীণ সাংবাদিক আবদুল মতিন খান বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম মেয়র শরীফ উদ্দিন প্রধান রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানাসহ আরও অনেকে। বালাদেশ পুলিশ দেশের সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম রক্ষায় আত্ম নিবেদিত হয়ে কাজ করছে। গত ২৮ অক্টোবর সমাবেশে সহিংসতায় নিহত পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজ”র বিদেহী আত্মা”র প্রতি শ্রদ্ধা ও সমবেদনা জানিয়ে দেশ বিরোধী যে কোন সহিংসতা সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবেলায় জনতা পুলিশের ঐক্যের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে উপস্থিত সুধীজনদের আলোচনায় উঠে আসে। পাবনায় সাহসিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে কর্তব্যরত পুলিশ সদস্যদের অনুষ্ঠানে সম্মাননা স্বীকৃতি স্বরুপ ক্রেস্ট প্রদান করা হয়।
Leave a Reply