1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত

মুহম্মদ তরিকুল ইসলাম, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ 
    প্রকাশিত : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২০২৪-২০২৫ অর্থবছরের তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় প্যাটার্ন ভিত্তিক বাস্তবায়িত বারি সরিষা-১৪ এর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুড়াবুড়ি ইউনিয়নের বুড়াবুড়ি নামক এলাকায় কৃষকদের নিয়ে এই মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার মোছা. তামান্ন ফেরদৌস এর সভাপতিত্বে উক্ত মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, তেলজাতীয় প্রকল্প মনিটরিং অফিসার দিনাজপুর অঞ্চলের এস.এম গোলাম সারওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সুবোধ চন্দ্র রায়, নাওয়াপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, ইউনিয়ন বিএনপি’র সভাপতি বশির আলম, ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক রবিউল ইসলাম, ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মকবুলার রহমান, ইউনিয়ন কৃষকদলের সভাপতি নাসির উদ্দিন প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়নের ১ থেকে ৯ নং ওয়ার্ডের বিএনপি’র ওয়ার্ড সভাপতিগণ, পল্লী প্রাথমিক পশু চিকিৎসক মোঃ দেলোয়ার হোসেন, স্থানীয় কৃষক/কৃষাণী সহ সাংবাদিক বৃন্দ।

উপসহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) মো. মোজাম্মেল হক এর সঞ্চালনা ও পরিচালনায় এই বারি সরিষা-১৪ মাঠ দিবস ও আলোচনা সভায় অতিথিবৃন্দরা তেলজাতীয় ফসলের চাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রকল্পের আওতায় কৃষকদের গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন এবং তা চাষ করতে উদ্বুদ্ধ করেন।

এতে সার্বিক সহযোগিতায় ছিলেন, উপসহকারী কৃষি কর্মকর্তা ইমরুল হাসান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com