বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ বিনামূল্যে আইন সেবার দ্বার উন্মোচন এই স্লোগানকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি নেত্রকোণায় উদযাপিত হয়েছে। জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে নেত্রকোণায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার জেলা কমিটির উদ্যোগে নেত্রকোণায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ৯ টায় জেলা জজ অফিস প্রাঙ্গণ থেকে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবিরের নেতৃত্বে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা জজ চত্বরে এসে শেষ হয়। পরে জেলা জজ প্রাঙ্গনে জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবিরের সভাপতিত্বে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা করেন জাতীয় আইনগত সহায়তা কেন্দ্রের সহযোগিতায় ন্যায় বিচার প্রাপ্ত পুলিশ কর্মকর্তার সাবেক স্ত্রী খাদিজা বেগম, বেসরকারী সংস্থা স্বাবলম্বীর কর্মকর্তা কুহিনুর, জেলা পরিষদের চেয়ারম্যান অসিত সরকার সজল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক, পৌর মেয়র নজরুল ইসলাম খান, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, সিভিল সার্জন ডা. মো. সেলিম মিয়া, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোশতাক আহম্মেদ, বিশেষ পিপি রাসেল আহম্মেদ খান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. আশিক নূর, বিজ্ঞ জিপি এডভোকেট আমিরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক প্রমুখ।
Leave a Reply