1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
নার্সিং অধিদপ্তর মহাপরিচালকের পদত্যাগের দাবিতে ব্রা‏হ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ - দৈনিক আমার সময়

নার্সিং অধিদপ্তর মহাপরিচালকের পদত্যাগের দাবিতে ব্রা‏হ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ

মোঃ আল মামুন,জেলা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া
    প্রকাশিত : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
নার্সিং পেশা ও নার্সদের নিয়ে কটুক্তি করায় বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের (ডিজিএনএম) মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগের দাবিতে ব্রা‏হ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করে জেলার সকল নার্সিং কর্মকর্তা ও নার্সিং শিক্ষার্থীরা। মানববন্ধনে ব্রা‏হ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের ইন্সট্রাক্টর সিনিয়র স্টাফ নার্স সেলিনা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ব্রা‏হ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের ‏সিনিয়র স্টাফ নার্স রোমা খাতুন, শেফালী আক্তার, নার্সিং কলেজের শিক্ষার্থী আকাশ মিয়া, ফাহিমা আক্তার, আরিফ মিয়া, খাদিজা সুলতানা প্রমুখ।
এসময় তারা বলেন বলেন, মহাপরিচালক মাকসুরা নূর নার্সদের পদমর্যাদা ও যোগ্যতা নিয়ে কটূক্তি করে নার্সিং পেশাকে চরমভাবে অপমান করেছেন। তিনি যদি নার্সদের যোগ্যতা সম্পর্কে জানতেন তাহলে এই প্রশ্ন তুলতেন না এবং অধিদপ্তর থেকে পালাতেন না। বক্তারা মাকসুরা নূরের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তার পদত্যাগসহ অধিদপ্তর থেকে অপসারণের দাবী জানান। অন্যথায় আগামীতে কর্মবিরতীসহ কঠোর কর্মসূচীর হুশিয়ারি দেন তারা। এছাড়াও বক্তারা সকল নন নার্সিং প্রশাসন ক্যাডার অপসারণ এবং উচ্চশিক্ষিত, দক্ষ ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব চত্বর থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা সদর হাসপাতাল চত্বরে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com