“নারীর প্রতি সহিংসতা রুখতে প্রয়োজন জনসচেতনতা” সহিংসতা ছড়ায় যারা মানবতার শত্রু তারা” এসব নানান স্লোগানের ব্যানারে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ময়মনসিংহ মানববন্ধন কর্মসূচি পালন করছেন জাতিসংঘের ১৩২৫ রেজুলেশন এর ভিত্তিতে নারী, শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডা বাস্তবায়নে গঠিত ময়মনসিংহ সদর উপজেলা স্টিয়ারিং কমিটি। বুধবার (১৪ মে) বিকেলে ময়মনসিংহ সিটি কর্পোরেশন সংলগ্ন এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করছে উপজেলা স্টিয়ারিং কমিটির সদস্যরা।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন,
বিএনপিএস বারহাট্টা কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক সুরজিত কুমার ভৌমিক,মহিলা বিষয়ক প্রোগ্রাম অফিসার নাছিমা খাতুন,
উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন, উপজেলা সমাজসেবা অফিসার মাকসুদা খাতুন, ডাঃ তাজরিন শামস্ খান,
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বেলায়েত হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ইসলামিক ফাউন্ডেশন এর কর্মকর্তা, নারী নেত্রী সুবর্না পলি দ্রং, আইনুন্নাহার,শিক্ষক শামসুল আলম, সংস্কৃতিকর্মী শুভ্র চক্রবর্তী ও ইয়ুথ লিডার জাকিয়া সুলতানাসহ প্রমুখ।
এসময় বক্তারা বলেন যে, বাল্য বিবাহ আর নারীর প্রতি সহিংসতা আমাদের রাষ্ট্রের উন্নয়নে এক চরম বাঁধা। তাই এই বাঁধা অতিক্রম করে নারীদের সম অংশীদারিত্ব নিশ্চিত করতে হলে নারীর অগ্রযাত্রা ব্যাহতকারী সকল জঞ্জাল পরিস্কার করে একটি প্রকৃত বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠন করতে হবে।
Leave a Reply