সদর থানার ওসি মাহাবুর রহমান জানান, নাটোরের নলডাঙ্গা থেকে কয়েকজন শ্রমিক কাজের উদ্দেশ্যে ব্যাটারী চালিত ভ্যানযোগে শহরের দিকে আসছিলেন। তার পেছনে একটি রিকসা যাত্রীসহ একই গন্তব্যে যাচ্ছিলো। পথে ছাতনী মাদ্রাসা ঘাট এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত একটি থ্রি হুইলারের সাথে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পেছনে থাকা রিকসাসহ তিনটি যানবাহনের সাতজন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে আনসার আলীকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশার কারণে এই দূর্ঘটনা ঘটেছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
Leave a Reply