নাটোরে সদ্য ঘোষিত জেলা বিএনপির সদস্য আবুল কাশেমের পদ বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মীরা। এসময় বিএনপি নেতা আবুল কাশেমের কুশপুত্তলিকা দাহ করেন তারা। মঙ্গলবার বিকেলে শহরতলীর দত্তপাড়া এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, নতুন যে জেলা বিএনপির কমিটি হয়েছে সেখানে আবুল কশেম নামে একজনকে সদস্য করা হয়েছে। সে যে বিএনপি করে এটাই তারা জানেননা। দীর্ঘ ১৭ বছরে দলীয় কোন আন্দোলন-সংগ্রামে দেখা আবুল কাশেমকে যায়নি। এমন কর্মকাণ্ডে হতাশ হয়েছে ত্যাগী নেতা কর্মীরা। পরে দত্তপাড়ার মাটিতে অবাঞ্চিত ঘোষণা করে আবুল কাশেমের কুশপুত্তলিকা পোড়ানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির নবগঠিত কমিটির সদস্য আবুল কাশেম জানান, দল তাকে যোগ্য মনে করেই নাটোর জেলা বিএনপির কমিটিতে রেখেছে। শুধু জেলা বিএনপির সদস্য হিসাবেই নয়। ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের উপদেষ্টা হিসাবেও দল তাকে নির্বাচিত করেছে।
Leave a Reply