1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
নাটোরে প্রচলিত ওষুধের চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ে সায়েন্টিফিক সেমিনার - দৈনিক আমার সময়

নাটোরে প্রচলিত ওষুধের চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ে সায়েন্টিফিক সেমিনার

নাটোর প্রতিনিধি
    প্রকাশিত : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪

 

নাটোরে প্রচলিত ওষুধের চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে স্থানীয় একটি রেস্তোরাঁয় বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন এই সেমিনার আয়োজন করে। সেমিনারে বক্তারা বলেন, দেশের ওষুধ শিল্প এখন অনেক সমৃদ্ধ। বিশ্বমানের ওষুধ দেশেই তৈরী হচ্ছে। রোগী স্বার্থ বিবেচনা করে গুণগতমানের ওষুধ প্রদান করতে হবে। ডায়াগনস্টিক পরীক্ষা এবং ওষুধের আধিক্য পরিহার করতে হবে। তবেই চিকিৎসকের উপর রোগীদের আস্থা তৈরী হবে।

বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বিডিএমএ) জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ মীর মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক যুগ্ম সচিব মলয় কুমার রায়। বিশেষ অতিথির বক্তব্য রাখেন. নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন এবং সাধারণ সম্পাদক নাজমুল হাসান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ডেপুটি ম্যানেজার ডাঃ মারুফ মেহেদী হাসান। সায়েন্টিফিক সেমিনারে ধন্যবাদ জ্ঞাপন করেন দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের সহকারী বিক্রয় ব্যবস্থাপক মোহাম্মদ মোতাহার হোসেন এবং স্বাগত বক্তব্য দেন বিডিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ মোঃ হাবিবুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com