নাটোরের বড়াইগ্রামে পরিত্যাক্তাবস্থায় থাকা যাত্রীবাহী আল আকসা নামক চোরাই বাস উদ্ধার করেছে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ। নাটোর-পাবনা মহাসড়কে বড়াইগ্রাম উপজেলাধীন নারায়নপুর মোজাম্মেল হকের বাড়ির পাশ থেকে শনিবার বিকেলে এ বাসটি (গাজীপুর -জ -০৪-০২৭৭) উদ্ধার করা হয়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. হাবিবুর রহমান রোববার জানান, শনিবার ভোররাতে পরিত্যাক্তাবস্থায় যাত্রীবিহীন বাসটিকে দেখে সন্দেহ হয় এবং তা নজরদারীতে রাখা হয়। যার অনুমানিক মূল্য ৫ থেকে ৭ লক্ষ টাকা। বাসটির সামনে গ্লাসে লিপিবদ্ধ রয়েছে খুলনা-কালনা রোড। এতে অনুমান করা যায় বাসটি খুলনা/যশোর এলাকায় চলাচল করতো এবং সে এলাকা থেকেই চুরি করা হয়েছে। বাসটির আশেপাশে কেহই না আসায় গাড়ীটি উদ্ধার করে পুলিশি হেফাজতে থানায় রাখা হয় এবং বিষয়টি বিভিন্ন থানায় মেসেজ দেয়া হয়। এর মাঝে প্রেক্ষিতে শনিবার রাতে বাস মালিকের সন্ধান পাওয়া যায়। তিনি জানান শুক্রবার বিকেল থেকে চালকের সাথে যোগাযোগ বন্ধ হয়। অনুমান যশোর থেকে বাসটি নিখোঁজ হয়।
Leave a Reply