নাটোরের বড়াইগ্রামে ভূ-উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সম্প্রসারণ করার লক্ষে ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়। বুধবার বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কতৃপক্ষ (বিএমডিএ) বড়াইগ্রাম জোনের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচী প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রাসেল। সেখানে বিএমডিএ এর সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বোরহানউদ্দিন মিঠু। এ প্রশিক্ষণ কর্মশালায় ৫০ জন কৃষককে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
Leave a Reply