1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নাটোরে কাভার্ড ভ্যান চাপায় আ'লীগের নেতা নিহত  - দৈনিক আমার সময়

নাটোরে কাভার্ড ভ্যান চাপায় আ’লীগের নেতা নিহত 

রতন আলী (নাটোর) প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩
নাটোরের বড়াইগ্রামের বনপাড়াতে স্কয়ার কোম্পানির কাভার্ড ভ্যান চাপায় নিহত হয়েছেন পৌর আওয়ামীলীগের ৩ নং ওয়ার্ড সভাপতি সিদ্দিকুর রহমান খান (৬৩)। বৃহস্পতিবার সকাল ১০:৩০টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া খাদ্য গুদামের সামনে তার মোটরসাইকেলকে চাপা দেয় ওই কাভার্ড ভ্যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। নিহত সিদ্দিকুর রহমান খান বনপাড়া পৌর শহরের অফিস পাড়ার মৃত রাজেন খানের পুত্র। তিনি পেশায় একজন নির্মাণ ঠিকাদার।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, বনপাড়া বাজার থেকে নিজ বাড়িতে ফেরার সময় বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যান চাপা দিলে তিনি মারাত্মকভাবে জখম হন৷ পরে তাকে উদ্ধার করে হাসাপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিনি আরও জানান, ঘাতক কাভার্ড ভ্যান ও চালককে আটক করা হয়েছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বনপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি কেএম জাকির হোসেন ও সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।,

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com