নাটোরের সিংড়া থেকে সাড়ে ৩৭ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে র্যাব। শুক্রবার রাতে উপজেলার লিংগুইন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলো, সিরাজগঞ্জের শাহজাদপুরের ফারুক মিয়া, আকাশ আলী এবং লালমনিরহাটের রানা মিয়া।
নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক হাফিজ আল আজাদ জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী ও নাটোর র্যাবের যৌথ অপারেশন দল লিংগুইন এলাকায় চেকপোষ্ট বসায়। এসময় একটি কাভার্ড ভ্যান থামিয়ে সাড়ে ৩৭ কেজি শুকনো গাঁজা ও নগদ ৫২,১৭০ টাকাসহ তিনজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা বিভিন্ন সময়ে আইনশৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে মাদক কেনাবেচা করে থাকে। দীর্ঘদিন থেকেই তারা মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের সাথে জড়িত। পরে তিনজনের নামে মামলা দায়ের করে তাদের সিংড়া থানায় হস্তান্তর করা হয়।
Leave a Reply