নাটোরের বড়াইগ্রামে বনপাড়া পৌরসভার ভিত্তি প্রস্তর স্থাপন ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের আওতায় বনপাড়া পৌরসভার সমন্বিত ব্যবস্থাপনা উন্নয়ন এবং (তিন) টি পাবলিক টয়লেট নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অদ্য ২৬ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ রোজ মঙ্গলবার সকালঃ ১০:০০ ঘটিকার সময় কালিকাপুর বেড়পাড়া ডাম্পিং স্টেশনে অনুষ্ঠিত হয়। সকাল ১১.০০ ঘটিকায় বনপাড়া পৌরসভার চত্ত্বরে পিএন ও মোঃ। আশরাফুল ইসলাম এর সঞ্চালনায় এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বনপাড়া পৌরসভার মেয়র, জনাব কে.এম. জাকির হোসেন। উক্ত ভিত্তি প্রস্তর স্থাপনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মীর আব্দুস সাহিদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পানি সম্পদ) ও প্রকল্প পরিচালক।
বাংলাদেশের ৩০টি পৌরসভায়। পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প,ডিপিএইচই, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আবু রাসেল বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার, বড়াইগ্রাম, নাটোর মোঃ নুরুল কবির ভূঞা নির্বাহী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, নাটোর। মোঃ মোয়াজ্জেম হোসেন বাবলু সিনিয়র প্রভাষক শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা অনার্স সরকারী কলেজ, সিনিয়র সাংবাদিক মোঃ সাইফুর রহমান, বনপাড়া পৌরসভার সম্মানিত কাউন্সিলর মহোদয়গণ আরও উপস্থিত ছিলেন বড়াইগ্রাম কেন্দ্ৰীয় পেসক্লাবের সাধারন সম্পাদক পি কে এম আব্দুল বারী, ও বড়াইগ্রাম পেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম মৃধা ও বড়াইগ্রাম সহ বড়াইগ্রামের সকল পেসক্লাবের সাংবাদিক বৃন্দ।
Leave a Reply