নাটোরের বড়াইগ্রামে প্রায় পাঁচ লক্ষ টাকা মূল্যের নকল পন্য ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক জব্দ করা হয়েছে এবং এসব নকল পন্য দোকানে সংরক্ষণ ও বিক্রির দায়ে দোকানের মালিক সেলিম মোল্লাকে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী মেজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বোরহানউদ্দিন মিঠুর নেতৃত্বে সোমবার উপজেলার রাজাপুর বাজারের ফয়সাল কৃষি বিতানের মালিক সেলিম মোল্লার কীটনাশকের দোকানে এ অভিযান চালানো হয়। সেলিম মোল্লা উপজেলার পুর্নকলস গ্রামের মৃত রাজ্জাক মোল্লার ছেলে।এ অভিযান পরিচালনাকালে তাকে সহযোগিতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ স্থানীয় লোকজন। পরে জব্দকৃত পন্যগুলো সেখান থেকে জব্দ করে উপজেলা কৃষি দপ্তরে সাময়িকভাবে রাখা হয়েছে। যাহা জনগণের সামনে পুড়িয়ে বিনষ্ট করা হবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তাগণ,কৃষিবিদ শারমিন সুলতানা জানান ভেজাল কীটনাশক জব্দের অভিযান অব্যাহত থাকবে, সেই সাথে কোন কৃষক যেন প্রতারণার শিকার না হয় সেজন্য উপজেলা কৃষি অফিস সর্বদাই কৃষকের পাশে থেকে কীটনাশকের মান নিয়ন্ত্রণে ভূমিকা পালন করবে।
Leave a Reply