1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
নাঃগঞ্জ  কর্ণফুলী শিপ বিল্ডার্স লিঃ পরিদর্শনে নৌ-উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন - দৈনিক আমার সময়

নাঃগঞ্জ  কর্ণফুলী শিপ বিল্ডার্স লিঃ পরিদর্শনে নৌ-উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন

মোঃশফিকুল ইসলাম আরজু, নাঃগঞ্জ
    প্রকাশিত : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
পয়ত্রিশ (৩৫) ড্রেজার জলযান কাজের অগ্রগতি সম্পর্কে জানতে নারায়ণগঞ্জ জেলার বন্দরের কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড পরিদর্শন করলেন বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অবসর) এম. সাখাওয়াত হোসেন।
বুধবার (১৩ নভেম্বর) সকালে তিনি কর্ণফুলী শিপ বিল্ডার্স লিঃ এর পয়ত্রিশ (৩৫) ড্রেজার জলযান প্রকল্পের খোঁজ খবর নেন এবং কাজের অগ্রগতির প্রশংসা করেন।
সাখাওয়াত হোসেন শিশুশ্রম বন্ধে কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন- কিছুতেই শিশু শ্রমিক নিয়োগ দেওয়া যাবে না এবং কর্মকর্তা ও সকল শ্রমিকের রক্তের গ্রুপ সহ সকলকে তিনি নেমপ্লেট ব্যবহারের কথা বলেন।
এছাড়াও সাখাওয়াত হোসেন আরও বলেন- আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের জাহাজ শিল্প যাহাতে আরও বেশী অগ্রাধিকার পায় এবং আমাদের শিল্প উন্নত মানের ও বিশ্বে পছন্দনীয় হয় এরকম কর্মপরিকল্পনা আমাদের থাকতে হবে। তবেই আমাদের কর্ম সার্থক হবে।
কর্ণফুলী শিপ বিল্ডার্স এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম. এ. রশিদ বলেন- বাংলাদেশে আমাদের এখানে তৈরি হচ্ছে বিশ্বমানের জাহাজ ও কার্গো বোর্ড সহ বিভিন্ন ধরনের নৌ-যান। দেশের প্রযুক্তিবিদ ও নির্মাণ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ, জাহাজ নির্মাণ শিল্পের নিজস্ব টেকনিশিয়ান শ্রমিকগণ এ প্রতিষ্ঠানে কাজ করছেন। জাপান ও চীন সহ অন্যান্য দেশের তুলনায় কম খরচে রপ্তানিযোগ্য জাহাজ নির্মাণের সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিদেশীরাও আমাদের বাংলাদেশে এ-ই বিকাশমান নির্মাণ শিল্পে বিশাল বিনিয়োগে আগ্রহী।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন- কর্ণফুলী শিপ বিল্ডার্স এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম. এ. রশিদ, কর্ণফুলী শিপ বিল্ডার্স’র লি. এডভাইজার লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার হোসেন, ব্রিগেডিয়ার মোহাম্মদ হালিম, নির্বাহী পরিচালক এনায়েতুল্লাহ মিঠু, এক্সিকিউটিভ ডাইরেক্টর সামিউল নাহিআল, নারায়ণগঞ্জ সদর নৌ-থানা পুলিশের অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল হক, কর্ণফুলী শিপ বিল্ডার্স এর ম্যানেজার মোঃ মহসিন প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com