আজ ১৪ অক্টোবর শনিবার ভোর রাতে নরসিংদী ভিসি ও এসপি অফিস ও বাস ভবন সংলগ্ন নরসিংদী কালেক্টরেট জামে মসজিদের দরজার তালা ভেঙ্গে মসজিদে ঢুকে প্রায় ২০ টি দান বাক্স থেকে গত এক সপ্তাহের দানের টাকা চুরি করে নিয়ে যায় অজ্ঞাত নামা চোর বা চুরেরা
মসজিদের মুয়াজ্জিন জানান, চুরির ঘটনা মসজিদ কমিটিকে অবগত করেছি। নরসিংদী মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি আরো বলেন, গত ১ সপ্তাহ যাবৎ মুসল্লীদের দেয়া দানের টাকা দান বাক্স থেকে খোলা হয়নি যার সব টাকাই নিয়ে গেছেন। তাছাড়া এ ঘটনার বেশকিছু দিন পৃর্বে ও এই মসজিদের দান বাক্সের তালা ভেঙ্গে টাকা চুরি করা হয়েছিল। চুরির এই ঘটনায় সুশীল মহল ও অনেক মুসল্লিরা দুঃখ প্রকাশ করেছেন যে,ডি সি ও এস পি অফিস ও বাস ভবন সংলগ্ন যেখানে সারাক্ষণ পুলিশ পাহারায় থাকেন সেখানে এমন একটা চুরি হওয়া নানাহ প্রশ্নের সৃষ্টি হয় ও দুঃসাহসের ব্যাপার।
Leave a Reply