নরসিংদী জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে প্রকাশিত স্বরণিকার মোড়ক উন্মোচন ও মাসিক সভা গত ১০/১০/২০২৩ খ্রি. তারিখ রোজ মঙ্গলবার নরসিংদী জেলা ও দায়রা জজ আদালত এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে নরসিংদী জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোসতাক আহমেদ মহোদয়সহ নরসিংদী বিচার বিভাগীয় সকল বিচারকবৃন্দ, জেলা লিগ্যাল এইড কমিটির সকল সদস্যবৃন্দ ও অন্যান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। নরসিংদী জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোসতাক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক (জেলা ও দায়রা জজ) বেগম মেহেরুন্নেসা, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোল্যা সাইফুল আলম, বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম ইফাত মুবিনা ইউসুফ, নরসিংদী পৌরসভার মেয়র জনাব আমজাদ হোসেন বাচ্চু, নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম, নরসিংদী জজ কোর্টের জিপি এড. তারেক মোহাম্মদ লৎফর রহমান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এড. রিনা দেবনাথ ও নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আলহাজ্ব মোমেন মোল্লা, সাবেক প্রেসিডেন্ট আলী হোসেন শিশির প্রমুখ।
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন নরসিংদীর জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) বেগম এলিছ জাহান।
Leave a Reply