নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী কে জেলা কারাগার হইতে গতকালের ৭ দিনের পুলিশ রিমান্ড শুনানির জন্য আজ বুধবার ২৫ অক্টোবর ২৩ ইং দুপুর ১২ টায় কড় পুলিশ পাহারায় নরসিংদী অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হইলে বাদী রাষ্ট্রপক্ষে কোর্ট ইন্সপেক্টর ও তদন্তকারী কর্মকর্তা হাজির হয়ে রিমান্ড শুনানি করেন এবং মনজুর এলাহীর পক্ষে শুনানি করেন বারের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী আব্দুল হান্নান ভূঁইয়া, সাবেক সভাপতি এডভোকেট আব্দুল বাসেত ভূইয়া,আব্দুল মান্নান ভূইয়া ,সহ শতাধিক আইনজীবী। দীর্ঘ শুনানির পর বিজ্ঞ আদালত রিমান্ড ও জামিনের আবেদনের না -মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন মনজুর এলাহী কে। উল্লেখ্য গত মঙ্গলবার (২৪ অক্টোবর ) সকালে নরসিংদী মডেল থানা পুলিশ জেলা বিএনপির সদস্য সচিব ও পর পর দুই বারের নরসিংদী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর এলাহীকে নরসিংদী থানার মামলা নং ৩৭( ১০) ২৩ এ গ্রেফতার দেখিয়ে সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে হাজির করেন পুলিশ । আদালতে হাজির করার পর নরসিংদীর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আজ বুধবার রিমান্ড শুণানীর জন্য দিন ধার্য্য করেন। আদালতের নির্দেশ মোতাবেক তাকে জেল হাজত থেকে বিজ্ঞ আদালতে হাজির করেন ।
উল্লেখ্য গত শনিবার রাতে জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী ও তার ছোট ভাই সহ ৪২ জন নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা মামলা দায়ের করেন নরসিংদী মডেল থানায়। পরে রবিবার রাতে ঢাকার উত্তরার বাসা থেকে মনজুর এলাহীকে গ্রেফতার করে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ। পরবর্তীতে জানা যায় একই মামলায় আরো কয়েকজন নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। মনজুরের এলাহীকে গ্রেফতারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে নেতা কর্মীরা বিভিন্ন এলাকায় প্রতিবাদ মিছিল করতে দেখা গেছে।
Leave a Reply