মঙ্গলবার (২৪ অক্টোবর ) সকালে নরসিংদী মডেল থানা পুলিশ আটককৃত জেলা বিএনপির সদস্য সচিব ও পর পর দুই বারের নরসিংদী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর এলাহীকে নরসিংদী থানার মামলা নং ৩৭( ১০) ২৩ এ গ্রেফতার দেখিয়ে সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে হাজির করেন পুলিশ । আদালতে হাজির করার পর নরসিংদীর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আগামীকাল বুধবার রিমান্ড শুণানীর জন্য দিন ধার্য্য করে তাকে জেল হাজতে প্রেরণ করার নির্দেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন এড. কাজী শিশির আহমেদ
উল্লেখ্য গত শনিবার রাতে জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী ও তার ছোট ভাই সহ ৪২ জন নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতা মামলা দায়ের করেন নরসিংদী মডেল থানায়।
পরে গত রবিবার রাতে ঢাকার উত্তরার বাসা থেকে মনজুর এলাহীকে গ্রেফতার করে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ। পরবর্তীতে জানা যায় একই মামলায় আরো কয়েকজন নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। মনজুর এলাহীকে গ্রেফতার করার প্রতিবাদে ও মুক্তির দাবিতে নেতা কর্মীদের বিভিন্ন এলাকায় প্রতিবাদ মিছিল করতে দেখা গেছে।
Leave a Reply