সোমবার (০৪ সেপ্টেম্বর, ২০২৩) সার্কিট হাউজ সম্মেলন কক্ষে নরসিংদী জেলার নব-নিযুক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুুর রহমান পিপিএম এর যোগদান উপলক্ষ্যে অফিসার্স ক্লাব, নরসিংদী পক্ষ থেকে ‘শুভেচ্ছা নিরন্তর’ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ সুপারকে বরণ করে নেয় হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন না জেলা প্রশাসক, নরসিংদী আবু নইম মোহাম্মদ মারুফ খান।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, নরসিংদী মোহাম্মদ মোস্তাফিজুুর রহমান পিপিএম।
অনুষ্ঠানে জেলার সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ কুশল বিনিময় করেন এবং পুলিশ সুপারকে সার্বিক সহায়তার আশ্বাস প্রদান করেন। পুলিশ সুপার, নরসিংদীও সকলের নিকট দোয়া চেয়ে জেলার আইন-শৃ্ঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষ্যে সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে সিভিল সার্জন, নরসিংদী ডাঃ মোঃ নুরুল ইসলামসহ জেলা প্রশাসন, নরসিংদী ও জেলা পুলিশ, নরসিংদীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অত্র জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply