নরসিংদী জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য এডভোকেট খালেদ আহমেদ লিংকন ও এডভোকেট এস এম ওবায়দুল হক জুয়েল সহ ২ আইনজীবীর মৃত্যুতে নরসিংদী জাজশীপে পূর্ণ আদালতের শোক অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী জেলার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোস্তাক আহমেদ । শোকের অনুষ্ঠানে বিজ্ঞ বিচারক বৃন্দ ও বিজ্ঞ আইনজীবী বৃন্দ উপস্থিত মরহুমের স্মৃতিচারণ করে মোনাজাত করা হয়।
পরবর্তীতে নরসিংদী জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আলোচনা সভা ,দোয়াও মিলাদ মাহফিলের আয়োজন করেন সমিতির পক্ষ থেকে বর্তমান কমিটির সভাপতি অ্যাডভোকেট কাজী নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম রিপন । উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে নরসিংদী জেলা আইনজীবি সমিতির সর্বস্তরের আইনজীবীবৃন্দ সহ মরহুমের দুই পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তাগণ দুইজন আইনজীবীর ব্যক্তি ও কর্ম জীবনের স্মৃতিচারণ করে মহান আল্লাহ তাআলার নিকট তাদের আত্মার মাগফেরাত কামনা করেন উপস্থিত সকলে।
Leave a Reply