নরসিংদীর মনোহরদীতে বস্তাবন্দী এক অজ্ঞাত যুবকের(৩২) মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার শুকুন্দি ইউনিয়নের দিঘাকান্দী-সন্মানিয়া ব্রীজের নিচ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন শুকুন্দি ইউনিয়নের দিঘাকান্দী-সন্মানিয়া ব্রীজের নিচে প্লাস্টিকের বস্তার মধ্যে মুখ বাঁধা অবস্থায় মরদেহের মত দেখতে পায়। এসময় স্থানীয় লোকজন মনোহরদী থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। মনোহরদী থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান,স্থানীয় লোকজন এবং জরুরি সেবা ৯৯৯ নম্বরের কলের মাধ্যমে আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি। মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:আব্দুল জব্বার জানান, নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে এ বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply