নরসিংদীর শহরের সাটিরপাড়া এলাকায় গত শনিবার বিকেলে সন্ত্রাসীরা শাহিন মিয়া নামে এক প্রবাসী ব্যক্তিকে আটক করে তাকে ব্যাপক মারধোর করে তার কাছ থেকে নগদ দুই লাখ টাকা ও একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার দিন বিকেলে শাহিন মিয়া শহরের পুরাতন লঞ্চঘাট থেকে রিক্সা যোগে ভাগদী এলাকায় তার নিজ বাসায় যাবার পথে সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে উল্লেখিত নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। এসময় শাহিন মিয়ার ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসতে দেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে।
এব্যাপারে শাহিন মিয়া নরসিংদী সদর মডেল থানায় মোঃ আকরাম, সীমু, রিমন, মানিকসহ আরো অজ্ঞাত ৪/৫জনকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এব্যাপারে নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূইয়া জানান, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply