সারা দেশের ন্যায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নরসিংদীতে শোভাযাত্রা, মিলাদ ও দোয়া মাহফিল এর আয়োজন করেছে আহলে সুন্নাত ওয়াল জামায়াত। আজ ২৮ সেপ্টেম্বর ২৩ ইং বৃহস্পতিবার সকালে শহরের বাসাইল পেশোয়ারী দরবার শরীফ হতে শোভাযাত্রা বের করা হয়।
হাজারো আশেকে রাসুল (সা:) অনুসারীগণের কালিমা খচিত পতাকা বহনকারী শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পেশোয়ারী দরবার শরিফে ফিরে শেষ হয়। শোভাযাত্রা শেষে দরবার শরীফ প্রাঙ্গণে মিলাদ ও দোয়া মাহফিলে দেশ, জাতি, মানুষের কল্যাণ কামনা করা হয়। সেই সাথে দিবসটি উপলক্ষে সরকারী ছুটি দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য, দীর্ঘ হায়াৎ কামনা করা হয়। শোভাযাত্রা ও মোনাজাত পরিচালনা করেন দরবার শরীফের গদীনশিন পীর ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ৩০তম আওলাদে রাসূল গাউসুল আজম সৈয়দ সৈয়দ মোহাম্মদ মারুফ বিন কাদের মাইজউদ্দীন ভান্ডারী, তাছাড়া আরো অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply