সেবা ও উন্নতির দক্ষ রূপকার,উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে”আজ ১৯ সেপ্টেম্বর ২০২৩ জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও রেলী অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকারের উন্নয়নের রালিতে বিভিন্ন জনপ্রতিনিধি ও শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালিটি নরসিংদী সার্কিট হাউস হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসক অডিটোরিয়াম আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম।
জেলা প্রশাসক ডক্টর রদিউল আলম ,প্রান্তিক পর্যায়ে সরকারের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন ও সেবা সরবরাহের ক্ষেত্রে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক তাঁর বক্তব্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নিজস্ব আয় বৃদ্ধির মাধ্যমে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং তথ্য বাতায়ন, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে বহুল প্রচারের মাধ্যমে সরকারের জনকল্যাণমুখী কার্যক্রম সকলের সম্মুখে তুলে ধরার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
এর পূর্বে নরসিংদী সার্কিট হাউজ থেকে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
Leave a Reply