1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নরসিংদীতে জমি নিয়ে বিরোধে যুবক খুন - দৈনিক আমার সময়

নরসিংদীতে জমি নিয়ে বিরোধে যুবক খুন

নরসিংদী জেলা প্রতিনিধি
    প্রকাশিত : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

 

নরসিংদীর শিবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে দ্বীন ইসলাম (৩৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার সকালে উপজেলার পুটিয়া ইউনিয়নের পাটুয়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দ্বীন ইসলাম পাটুয়ারপাড় এলাকার মোসলেহ উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দ্বীন ইসলামের সঙ্গে জমি নিয়ে তার দুসম্পর্কের চাচাতো ভাই আনোয়ার হোসেনের বিরোধ চলে আসছিল। এরই জের হিসেবে সোমবার সকালে পুনরায় তাদের মধ্যে ঝগড়ার সৃষ্টি হলে প্রথমে দ্বীন ইসলাম ও তার ভাই নজরুল এবং ইসমাইল, আনোয়ার হাসেনের উপর হামলা করে। পরে আনোয়ারের লোকজনও পাল্টা হামলা চালিয়ে দ্বীন ইসলামকে কুপিয়ে হত্যা করে। এসময় আনোয়ার হোসেনও গুরুতর আহত হয়।পরে আনোয়ার হোসেনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় প্রথমে নরসিংদী জেলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার বলেন, জমি সংক্রান্ত বিষয়ে পূর্ব থেকে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। এরই জের ধরে দ্বীন ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com