1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
নরসিংদীতে ছাত্র জনতা গণতন্ত্র পুন: প্রতিষ্ঠা করবে -ড. মঈন খাঁন      - দৈনিক আমার সময়

নরসিংদীতে ছাত্র জনতা গণতন্ত্র পুন: প্রতিষ্ঠা করবে -ড. মঈন খাঁন     

মোঃ মনসুর আলী শিকদার,নরসিংদী
    প্রকাশিত : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশ সৃষ্ট হয়েছিল গণতন্ত্রের জন্য। বাংলাদেশে যত স্বৈরশাসকই আসুক, যারা গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র কায়েম করেছে তাদেরকে পরাভূত করে ছাত্র জনতা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে।
শনিবার (১৭ আগস্ট) সকালে নরসিংদীতে ছাত্র আন্দোলনে নিহত তাউহিদের কবর জিয়ারতকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের ন্যায় নীতিকে ক্ষুন্ন করেছে আওয়ামী লীগ। তার প্রতিবাদ করার জন্য এই তাহমিদ রাজপথে তাজা রক্তে ঢেলে দিয়ে শহীদ হয়েছে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের নতুন প্রজন্মের ছাত্র জনতা বাংলাদেশের তথাকথিত কলুষিত রাজনীতিকে প্রত্যাখান করেছে।
মঈন খান শনিবার সকালে তাহমিদের গ্রামের বাড়ি নরসিংদীর চিনিশপুর পারিবারিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তাহমিদের বাবার হাতে নগদ অর্থ তুলে দেন।
এসময় পলাশ উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী, সাধারণ সম্পাদক সাইফুল হক, জেলা যুবদল সাধারণ সম্পাদক হাসানুজ্জামান, পলাশ উপজেলা যুদলের সভাপতি নিছার আহমেদ খান, সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, চিনিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com