নরসিংদীতে বালক-বালিকাদের কারাতে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নরসিংদীর মুসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় বালক-বালিকাদের তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ এবং প্রতিভাবান খেলোয়াড় নির্ধারণের লক্ষ্যে এ প্রতিযোগতা অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও সনদ তুলে দেন নরসিংদী জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোবারুল ইসলাম। জেলা ক্রীড়া অফিসার ফারজিন আক্তার মুমুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের বালক ও বালিকারা অংশগ্রহণ করে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারী জেলা শিক্ষা অফিসার মোঃ আবদুর রউফ ভূঁইয়া, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তাহমিনা আক্তার লাইলী, নাসরিক, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও নরসিংদী জেলা কারাতে এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও চীফ কোচ মার্শাল রুপু আহমেদ এবং খেলোয়াড়দের অভিভাবকবৃন্দ।
প্রতিযোগিতায় মোট ৭৬ জনকে ১ম, ২য়, ৩য় ও ৪র্থ হিসেবে ব্যক্তিগত পুরস্কার ও সনদ প্রদান করা হয়।
Leave a Reply