দীর্ঘ ৩৫ বছরের বেশি মাঠে কাজ করার পর নৌকার মাঝি হলেন সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ নুর মোহাম্মদ। জামালপুর -১ আসনের দেওয়ানগঞ্জ বকশিগঞ্জ উপজেলা নুর মোহাম্মদ এর চরম জনপ্রীয়তা থাকলেও আবুল কালাম আজাদ ছিলেন ৫ বারের এমপি,একবার তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী। এদিকে নুর মোহাম্মদ এর নমিনেশন পাওয়া নিয়ে দেওয়ানগঞ্জ ও বকশিগঞ্জ নির্বাচনী এলাকায় চলছে আনন্দের ধুম,সমাজের উচ্চ শ্রেণীর মানুষের চেয়ে নিন্মবিত্ত লোকের আনন্দটাই বেশি প্রকাশ পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নুর মোহাম্মদ। এই উপলক্ষে ২৯ তারিখ রোজ (বুধবার) সকাল ১০:০০ ঘটিকায় বকশিগঞ্জ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়।মত বিনিময় সভায় সভাপতির দায়িত্ব পালন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহিনা বেগম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌকার মনোনয়ন প্রাপ্ত জামালপুর -১ আসনের নৌকার মাঝি নুর মোহাম্মদ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীরা নিজ নিজ বক্তব্য পেষ করেন। নতুন নৌকার মাঝি নুর মোহাম্মদ বলেন সামনে নির্বাচন হবে একটি অবাদ ও সুষ্ঠ নির্বাচন এই নির্বাচনে ভোটারকে অবশ্যই ভোট কেন্দ্রে পৌছাতে হবে,দলীয় সব ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে,সবশেষে সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং বকশিগঞ্জ বাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,বিভিন্ন ইউনিয়ন আওয়ামী আওয়ামী আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও নৌকা পাগল নেতাকর্মী।
নমিনেশন পাওয়াকে কেন্দ্র করে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত সাবেক নেতাকর্মীরা তারা আনন্দে আত্মহারা হয়ে কেঁদে ফেলেন। দলীয় গ্রুপিং লোবিং থাকায় দলের ত্যাগী নেতাকর্মীরা দলের বিভিন্ন কার্যক্রম থেকে পিছিয়ে ছিল। তাদের ভিতরেই আনন্দটা এখন বেশি কাজ করছে। এদিকে নৌকার নতুন মাঝি নুর মোহাম্মদ সমস্ত ভেদাভেদ ভুলে একসাথে নৌকার পক্ষে কাজ করার জন্য সকল নেতাকর্মীদের আহ্বান করেছেন,তিনি বলেন আমরা সবাই জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে কাজ করে যাবো এটাই আমার প্রত্যাশা। মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহিনা বেগম বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে আমাদের মাঝে নৌকা মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন আমরা দলীয় সব ভেদাভেদ ভুলে সবাই একসাথে কাজ করবো এবং নৌকা মার্কা অবশ্যই জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার।
Leave a Reply