নড়াইল সদর বাঁশগ্রাম ইউনিয়নের সম্ভু ডাংঙ্গা গ্রামের সুজনের ১৩ বছরের মাদ্রাসা পড়ুয়া কন্যাকে অপহরণ করী পার্শ্ববর্তী চিলগাছা রঘুনাথ পুর গ্রামের বহুল আলোচিত মাদক কারবারি পুলিশের হাতে ক্রস ফায়ার নিহত ঘোলা মোস্তর ছেলে, শাকিল সহ তার সহযোগীদের আইনি প্রক্রিয়ায় বিচারের দাবিতে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী সহ এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
১৭ জুলাই (সোমবার) সকাল সাড়ে দশটায় সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বল্লার টোপ আইডিয়াল কলেজ,বি বল্লার টোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়,বিবি এস দাখিল মাদ্রাসা ও বল্লার টোপ মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে মেন সড়ক অবরোধ করে এ মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় মানব বন্ধন উপস্থিত ছিলেন, বল্লারটোপ আইডিয়াল কলেজের অধ্যক্ষ এমএম সাইদুর রহমান, আবুল বাশার, দেদার মাহমুদ তুষার, বল্লার টোপ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আব্দুর রহমাত উল্লাহ, বি বল্লার টোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাজমা শাহিদা, লিলি ওয়াকিউজ্জামান, বিবিএস দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ সিরাজুল ইসলাম সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বি,বল্লার টোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম মনুর সার্বিক সঞ্চলনায় সংক্ষিপ্ত বক্তব্যে প্রদান করেন, বল্লার টোপ কলেজের প্রিন্সিপাল এমএম সাইদুর রহমান, মাওলানা আব্দুর রহমত উল্লাহ, নাজমা আক্তার শাহিদাসহ আরও অনেকে।
গত ৪ জুলাই নড়াইল সদর থানায় বাদির দেওয়া নিজ কন্যাকে অপহরণের অভিযোগের সূত্রে এবং ১৭ জুলাই সোমবার বাদির নিজ এলাকায় বল্লার টোপ কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশে মামলার প্রধান আসামী শাকিলসহ অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানানো হয়। এবং বাকি আসামী দের দ্রুত গ্রেফতার পূর্বক আদালতে হাজির করতে পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
Leave a Reply