1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত

সাজ্জাদ তুহিন, নড়াইল প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

নড়াইলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকের অপব্যবহার রোধ, ক্ষতিকর মাদক নির্মূল এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে  মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

২৭ নভেম্বর (বুধবার) সকাল ১১টার দিকে নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর প্রধানঅতিত্বে জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) মিলনায়তনে এ  মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর, সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুর রশিদ এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আবুল বাসার আল মামুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এরআগে সেমিনারটিতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম।

সেমিনারে প্রধান অতিথি জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, নড়াইলের যুবসমাজ সহ নানা বয়সী জনসাধারণের মাঝে ও বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদকের বিস্তার প্রতিরোধের ব্যাপারে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

তিনি আরও বলেন মাদকের বিরুদ্ধে শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা গোয়েন্দা সংস্থার কঠোর ভূমিকাই নয়, বরং একইসাথে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক এবং প্রতিটি পর্যটন স্পট ও বিনোদন কেন্দ্রের কর্ণধারসহ নড়াইলের সর্বস্তরের জনগণের সর্বোচ্চ সতর্কতাও নিশ্চিত করতে হবে। বিশেষ করে অভিভাবক দের প্রতি নিজ সন্তানদের মনোভাব, তাদের আচরণ কিংবা মনোজগতের দৃশ্যমান পরিবর্তন, দৈনন্দিন গতিবিধি, অনলাইন কার্যকলাপ ও কাছের বন্ধু-বান্ধবের পরিচিতি ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা রাখার পরামর্শও প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com