নড়াইলের লোহাগড়ায় দলিল লেখক এস এম বরকত আলী হত্যা ঘটনার বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১২ অক্টোবর (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১টায় নড়াইল আলাদত সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপি মানববন্ধনে ইতনা ইউনিয়নের পাংখারচর এলাকার কয়েকশ নরনারী অংশ নেন।
এ সময় নিহত বরকত আলীর ভাগ্নী রুনা লাইলা, নিহত বরকতের স্ত্রী ফাতেমা খাতুন, মেয়ে ফারজানা খানম, ভাতিজা সাজ্জাদুর রহমান পলাশ ও ভাগ্নে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কাজী জাহিদুর রহমান বক্তব্য প্রদান করেন।
বক্তব্য চলাকালে আসামী পক্ষের নাদিরা নামের এক মহিলা উস্কানি মুলক বক্তব্য দিতে থাকে এ সময় কিছুটা বিশৃঙ্খলা দেখা দিলেও উপস্থিত জনগনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। পরে আবার মানববন্ধনে কার্যক্রম শুরু হয়।
এ সময় বক্তরা বলেন, হত্যাকারীরা আইনে ফাকফোকড় দিয়ে সপ্তাহ যেতে না যেতেই আদালত থেকে জামীনে মুক্ত হয়ে আমাদের জিম্মি করে রেখেছে। আমরা এই জিম্মিদশা থেকে মুক্তি চাই। আসামীরা নানা ভাবে হুমকি ধামকি দিচ্ছে। যাতে আমরা মামলা তুলে ফেলি। এমনকি মানববন্ধনে এসেও হুমকি দিচ্ছে।
নিহতের স্ত্রী ফাতেমা খাতুন বলেন, সবসময় আমাদের হুমকি দিয়ে যাচ্ছে আমরা মানববন্ধন করতে এসেছি এখানে এসে হুমকি দিচ্ছে। নিহতের ভাগ্নে কাজী জাহিদ বলেন, ভুক্ত ভোগীরা নিজ বাড়িতে ঘুমাতেও পারছেনা।খুনের মামলার আসামী কি করে এক সপ্তাহের মধ্যে আইনের ফাকফোকড়ে জামিন হয়ে গেল। আমার সরকারের কাছে দাবী এই খুনের যেন সঠিক বিচার হয়। খুনিরা যেন কোনভাবেই ক্ষমা না পাই। আর পরিবারের নিরাপত্তার দাবী জানায়।
উলেখ্য, গত ২৯ আগস্ট বিকেলের দিকে নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতুড়ি ও লাঠির আঘাতে পাংখারচর গ্রামের মৃত আলফু শেখের ছেলে এস এম বরকত আলী ওরফে সাহেব নিহত হন। তারই ধারাবাহিকতায় উক্ত ঘটনার বিচারের দাবিতে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
Leave a Reply