রবি মৌসুমে সরিষা, ভূট্রা, খেসারী, মসুর এবং গম ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা সহায়তার আওতায় ঢাকার ধামরাইয়ে ৪ হাজার ১ শত জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার( ২৬ অক্টোবর) সকালে উপজেলা অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপ-সহকারি কৃষি কর্মকর্তা শাহিন মিয়ার সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মদ হাই জকী’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম।
বক্তারা বলেন, শুধু ধামরাইতেই নয় সারাদেশে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। বর্তমান সরকার কৃষি বান্দম সরকার। ধামরাই উপজেলায় ৪ হাজার ৭৫ জন মানুষের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী নিজেও ধান, মাছ, সরিষা, সরিষা থেকে মধু চাষ করেন। তাই প্রধানমন্ত্রী এক ইঞ্চি জমিও অনাবাদি রাখতে না করেন। সরকার ভর্তূকি দিয়ে কৃষকদের মাঝে বীজ ও সারসহ যাবতীয় কৃষি পন্য বিতরণ করে থাকেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা এস এম হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মমিনুল হক, ধামরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু হাসানসহ কয়েক শতাধিক প্রান্তিক কৃষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Leave a Reply