1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. : admin :
দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেয়ার দাবি এনডিএমের - দৈনিক আমার সময়

দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেয়ার দাবি এনডিএমের

আমার সময় ডেস্ক
    প্রকাশিত : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম।

আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) মালিবাগস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির চেয়ারম্যান ববি হাজ্জাজ এ দাবি তোলেন।

তিনি বলেন, দ্রুত নির্বাচনের দাবির পক্ষে জনমত গঠনের উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচি চলছে। জাতীয় ঐক্য বিনষ্ট হয়, এমন মন্তব্য করা থেকে সরকারের ভেতর ও বাইরের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বিরত থাকবেন বলে আমরা আশা রাখি। সংস্কারের দোহাই দিয়ে জাতীয় নির্বাচনের সময়কে প্রলম্বিত করলে জনমনে সন্দেহের উদ্রেক হবে বলে মন্তব্য করেন ববি হাজ্জাজ।

এনডিএম চেয়ারম্যান বলেন– আমরা আশাবাদী, গণহত্যার জন্য এ বছর শেখ হাসিনা ও তার দোসরদের বিচার হবে এবং বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com