“সবুজ স্কুল, সবুজ দেশ” এ শ্লোগান কে সামনে রেখে ঢাকার দোহারে দোহারে মুসল্লীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
গত শুক্রবার দুপুরে উপজেলার “লটাখোলা করম আলী মোড় জামে মসজিদের মুসল্লীদের মাঝে গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট”, দোহার উপজেলা শাখার সহযোগিতায় প্রধান পৃষ্ঠপোষক, পরিবেশ ও সমাজকর্মী মুহম্মদ আতিকুর রহমান আতিকের উদ্যোগে গাছের চারা বিতরণ করা হয়। সবুজ বাংলাদেশ গড়ার ধারাবাহিক ক্যাম্পেইনের গতআজ ছিল ২৩ তম আয়োজন।
এ সময় আতিকুর রহমান বলেন দেশকে এগিয়ে নিতে হলে, দেশের পরিবেশ রক্ষায় আরো বেশি কাজ করতে হবে। তরুনদের পরিবেশ ভাবনা ও উদ্যোগ নিয়ে আরো বেশি এগিয়ে আসতে হবে। সবাইকে সচেতন করতে হবে। এসময় তিনি দেশের সবাইকে অন্তত তিনটি করে গাছের চারা রোপণের আহবান জানান।
Leave a Reply